১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৩
Home / অন্যান্য / নানা আয়োজনে বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা সম্পন্ন

নানা আয়োজনে বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা সম্পন্ন

কবিতা পাঠ, আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় বিশ্ব কবিমঞ্চের আয়োজনে ও ফাতেমা ফাউন্ডেশনের সহযোগিতায় দেশ-বিদেশের বিশিষ্ট কবিদের নিয়ে এ বাংলাদেশ-ভারত কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিশ্ব কবিমঞ্চের আহবায়ক পুলক কান্তি ধর এর সভাপতিত্বে কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কবি ও দার্শনিক সৈয়দ আহমদ আলি আজিজ। অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন ড. দেবব্রত দেবরায়, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট লেখক, গবেষক ও কবি নাহার ফরিদ খান। এছাড়াও বক্তব্য রাখেন ফাতেমা ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুামান ভূঁইয়া।
কবিতা সন্ধ্যায় কবিতা পাঠ করেন ভারতীয় কবি গোলাম কিবরিয়া, অপাংশু দেবনাথ গোবিন্দ ধর, অপলে সেলেজ অর্ভীক কুমার দে ও বাংলাদেশের কবি মীর লিয়াকত আলি,দিল আফরোজ আকিক, ফেরদৌসী মাহমুদ, উম্মুল খায়ের, ঝর্ণা মনি, সৈয়দা সানজিদা শারমিন, মুনসুর রহমান, শেখ আব্দুল হক চাষী, মোস্তফা মহসিন, গোলাম কিবরিয়া, পোদ্দার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তি শিল্পী তাপস কর্মকার।
বক্তারা বলেন, কবিতা স্বাধীনতা রক্ষার জন্য বাতিঘরের মতো কাজ করেছে। স্বৈরাচার ও সন্ত্রাসীর বিরুদ্ধে কবিদের কবিতা কখনো মাথা নত করেনি, বরং কবিরা সাহসিকতার সঙ্গে লড়াই করে কবিতা লিখে পাঠককে অনুপ্রাণিত করেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তরুণ প্রজম্মের সকলকে কবিতা চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাবা হওয়া নিয়ে লুকোচুরির কারন বল্লেন : নাসরি

অনলাইন ডেস্ক ছবি : নাসির হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেইজ ক্রিকেটার নাসির হোসেনের ...