১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫
Home / সারাদেশ / বঙ্গোপসাগরে ট্রলারসহ তিন লাখ ইয়াবা উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারসহ তিন লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের সেন্টমাটিনের পূর্বে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় ওই ট্রলারটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার সেন্টমার্টিন দ্বীপের পূর্ব সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমাটিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়সেল বিন রশিদ। তিনি জানান, মিয়ানমার থেকে সাগর পথে ট্রলারে করে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদে সেন্টমাটিনের পূর্বে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলারকে থামানোর সংকেত দেয়া হয়। ট্রলারটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার জলসীমানায় দিকে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি ইয়াবাবোঝাই বস্তা উদ্ধার করে। ওই বস্তায় তিন লাখ ইয়াবা পাওয়া যায়, যার দাম নয় কোটি টাকা বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...