১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১০:৫১
Home / জাতীয় / ১৭৮টি নদী খনন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: নৌ-পরিবহন মন্ত্রী

১৭৮টি নদী খনন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: নৌ-পরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা পুনঃরুদ্ধারের লক্ষ্যে ১৭৮টি নদী খননের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

রবিবার সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, উল্লেখিত পরিকল্পনার আওতায় অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে : ২৪টি নৌপথ) প্রকল্প, ১২টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। বরিশ্বর-পায়রা নৌপথ এবং পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, পূণর্ভবা, তুলাই ও সোয়া নদীর নাব্যতা উন্নয়ন ও পুনঃরুদ্ধার শীর্ষক প্রকল্প প্রস্তাব সমীক্ষার পর অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, এছাড়া সাঙ্গু, মাতামহুরী, কর্ণফুলী, ঘাঘট, বানার লোয়ার, নাগদা, জিনাই, গোমতী ও হাওর অঞ্চলে ১৮টি নদীর ক্যাপিটাল ড্রেজিং দ্বারা নাব্যতা বৃদ্ধি, নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, পর্যটন, জলাভূমি, ইকোসিস্টেম, সেচ এবং ল্যান্ডিং সুবিধাদি সমন্বিত নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা কাজগুলো চলমান রয়েছে। বাসস

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এজন্য সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার ...