৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫০
Home / আন্তর্জাতিক / কলম্বিয়ার পুলিশ স্টেশনে বোমা হামলা, নিহত ৫

কলম্বিয়ার পুলিশ স্টেশনে বোমা হামলা, নিহত ৫

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় নগরী বারাঙ্কুইলারের একটি থানায় শনিবার বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচ পুলিশ নিহত ও অপর ৪১ জন আহত হয়েছেন। এই ঘটনার জন্য মাদক পাচারকারীদের অভিযুক্ত করা হয়েছে।খবর বার্তা সংস্থা এএফপির।

পার্শ্ববর্তী ইকুয়েডোর সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকতে একটি গাড়ি বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পর হামলাটি চালানো হয়।

দুটি হামলার মধ্যে কোনো সম্পৃক্ততা নেই বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলাগুলো এমন এক সময় চালানো হলো যখন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস দেশটির ৫০ বছর ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে চাইছেন।দেশটির অধিকাংশ সহিংস ঘটনাই মাদক পাচার সংক্রান্ত।

বারাঙ্কুইলারের হামলাটি ছিল সম্প্রতিক বছরগুলোর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চালানো অন্যতম ভয়াবহ হামলা।

বারাঙ্কুইলারের পুলিশ কমান্ডার মারিয়ানো বোতেরো বলেন, কর্মকর্তারা সকালের সমাবেশের জন্য যখন জমায়েত হচ্ছিল ঠিক তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশের এক সূত্র জানায়, বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৪৯ পুলিশ কর্মকর্তা ছিল। এদের মধ্যে পাঁচ কর্মকর্তা নিহত এবং অপর ৪১ জন আহত হয়েছে। নিহতদের বয়স ২৪ বছর থেকে ৩১ বছরের মধ্যে।

অ্যার্টনি জেনারেল নেসতোর মার্টিনেজ বলেন, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তার বিরুদ্ধে পাঁচ জনকে হত্যা, অন্যান্যদের হত্যা প্রচেষ্টা,সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনব।’

সূত্র: বাসস

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা ...