১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০১
Home / সারাদেশ / ‘৩২ ধারা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘৩২ ধারা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না, ৩২ ধারা প্রত্যাহার কর’ এই শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবটির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ।

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন উল্লেখ করে বলেন, ‘৩২ ধারা পাস হলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধার সম্মুখীন হবে। দুর্নীতিতে ছেয়ে যাবে দেশ। এর আগে ৫৭ ধারার অপব্যবহারে দেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই আমরা আর ৩২ ধারা দেখতে চাই না।’ বক্তারা এ সময় ৩২ ধারার তীব্র নিন্দা জ্ঞাপন করে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...