১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:১৩
Home / প্রচ্ছদ / খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানে বিএনপি

খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানে বিএনপি

ডেস্ক রিপোর্ট: একটি দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বিএনপি।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির উদ্বোধন করেন।

ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া গেছে।

কর্মসূচি একদিনের হলেও খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের দিন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া তাদেরকে হঠকারী কোনো কর্মসূচি দিতে নিষেধ করেছেন। এ কারণেই ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি পালন করবেন তারা।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢাকা জেলা আ. লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে ...