১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৮
Home / প্রচ্ছদ / শনিবার মিছিল নয়, কালো পতাকা দেখাবে বিএনপি: রিজভী

শনিবার মিছিল নয়, কালো পতাকা দেখাবে বিএনপি: রিজভী

দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না দেয়ায় রাজধানীতে শনিবারের ঘোষিত ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচিতে সংশোধনী এনে পতাকা প্রদর্শনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচিতে এই সংশোধনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ২২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করে বিএনপি। পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যান না হলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনের জন্য অনুমতি চায় দলটি। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি না মেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি।

কর্মসূচিতে সংশোধনী আনার বিষয়ে রিজভী বলেন, ‘আমরা মনে করছি কালো পতাকা মিছিলের চেয়ে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচির ব্যাপকতা আরও বেশি হবে। কর্মসূচি সংশোধনী আনার ফলে এতে বেশি মাত্রায় সাধারণ মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। যে কেউ যেকোনো জায়গা থেকে এই কালো পতাকা প্রদর্শন করতে পারবে।’

এদিকে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনার সভার আয়োজন করেছে বিএনপি। এতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিতি ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢাকা জেলা আ. লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে ...