১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৮:০০
Home / প্রচ্ছদ / কাউকে ঘর থেকে ডেকে এনে নির্বাচন করাব না: আইনমন্ত্রী

কাউকে ঘর থেকে ডেকে এনে নির্বাচন করাব না: আইনমন্ত্রী

গত নির্বাচনের মতোই সরকার আগামী জাতীয় নির্বাচনেও কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে নির্বাচন করাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাচন নিয়ে বিএনপির দাবি কখনও মানা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে রাণীখার উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী নির্বাচনের জন্যও নির্দলীয় সরাকরের দাবি জানিয়ে যাচ্ছে। তবে সরকার আগের মতোই দাবি মানা হবে না জানিয়ে সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে যাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করে দেওয়া। কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে এনে আমরা নির্বাচন করাব না। কারও কোনও অন্য দাবি মানা হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তারা এতিমের টাকাও মেরেছে। আর আওয়ামী লীগ দেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছে।’

বিএনপি নেতা মওদুদ আহমদের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘আপনি বলেছেন, বেগম জিয়া একদিন জেলে থাকলে ১০ লাখ ভোট বাড়ে। আপনি বিদেশির বাড়ি জালিয়াতি করে দখল করেছিলেন। পরে সরকার তা নিয়ে নিয়েছে। আপনার জালিয়াতি কথাবার্তা বাংলার মানুষ বুঝে গেছে এখন আর বিশ্বাস করে না। আপনি প্রত্যেক দিন একটা করে কথা বলেন, আর আপনাদের ১০ লাখ ভোট কমে।’

ধরখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম মনুর সভাপতিত্বে জনসভায় আরও রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়ছার জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির, সেলিম ভূইয়া প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢাকা জেলা আ. লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে ...