১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১:১২
Home / জাতীয় / আমাদের আদালত স্বাধীন: কানাডীয় দূত

আমাদের আদালত স্বাধীন: কানাডীয় দূত

কানাডার আদালত পুরোপুরি স্বাধীন এবং তার সিদ্ধান্তে কারও হস্তক্ষেপ থাকে না বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার এইচ ই বেনোইট প্রিফনটেইন।

কানাডার আদালতের রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দেশটির দূত। বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান প্রিফনটেইন।

গত ২১ মে কানাডা আদালতের ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দেয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ মে এবং একই বছরের ২৫ জানুয়ারি আরও দুটি রায়ে বাংলাদেশের অন্যতম প্রধান দলটির বিষয়ে একই সিদ্ধান্তে আসে কানাডার আরও দুটি ফেডারেল কোর্ট।

কানাডায় বিএনপির তিন জন নেতা ও সদস্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয়া রায়ে এই সিদ্ধান্ত এসেছে। আদালতে শুনানিতে সরকার পক্ষের কৌঁসুলিরা বলেন, বিএনপির সদস্যদের সে দেশে আশ্রয় দিলে তাদের জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সির (সিবিএসএ) একটি প্রতিবেদনেও একই মূল্যায়ন ছিল।

তার দেশের আদালত কেন এমন সিদ্ধান্তে পৌঁছল এ বিষয়ে কানাডীয় দূতের জবাব অনেকটাই এড়িয়ে যাওয়ার মতোই। তিনি বলেন, ‘আমাদের দেশের আদালত পুরোপুরি স্বাধীন। আদালত কিসের উপর ভিত্তি করে রায় দিয়েছে সেটা আমি জানি না।’

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে কানাডীয় দূত বলেন, তাদের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত বব রে একটি সরকারকে একটি প্রতিবেদন দিয়েছেন। এর উপর ভিত্তি করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আগামী সপ্তাহের মধ্যে বিশেষ ঘোষণা আসতে পারে।

প্রিফনটেইন বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইতিমধ্যে কানাডা সরকার বাংলাদেশকে একবার ৮৫ মিলিয়ন এবং পরে ১৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের নিয়ে তার দেশের এনজিওগুলোও কাজ করছে।

বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেশ ভালো। এটাকে আরো বাড়াতে উদ্যোগ নেয়ার কথাও জানান দেশটির হাইকমিশনার।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এজন্য সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার ...