৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ২:০০
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / ভিডিও কনফারেন্সের মাধ্যমে গজারিয়া মেঘনা নদীতে স্বর্ণচাঁপা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গজারিয়া মেঘনা নদীতে স্বর্ণচাঁপা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

জেলা সংবাদদাতা: আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার মানুষের যোগাযোগের জন্য নির্মিত মেঘনা নদীর ফেরি সেবা ‘স্বর্ণচাঁপা’ উদ্বোধন করবেন।

রবিবার বেলা ১১টায় এ সেবা উদ্বোধন করা হয়। এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান মো. মফিজুল হক, মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান, গজারিয়া উপজেলা আ‘লীগের সভাপতি মো: সোলাইমান দেওয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিসের প্রকল্প সুত্রে জানা যায় নিজস্ব অর্থায়নে চার কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় স্বর্ণচাঁপা নির্মাণ করা হয়েছে। নদীর দুই পাড়ের রাস্তা খারাপ। তাই যানবাহন পারাপারে তেমন চাপ পড়বে না বলেই মনে হচ্ছে। আপাতত ‘গাড়ির চাপ বুঝে’ ফেরি সার্ভিসের সময় নির্ধারণ করা হবে। ‘ফেরি সার্ভিস চালুর পাশাপাশি রাস্তার উন্নয়নের জন্য ৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।’

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...