১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০১
Home / সাহিত্য / ছড়া:- আমার বান্ধবীর ” লবণাচার”

ছড়া:- আমার বান্ধবীর ” লবণাচার”

আমার বান্ধবীর ” লবণাচার”

মোঃ গোলাম রাব্বানী
বর্ষাইল / নওগাঁ

 

হঠাৎ ফেসবুকে মেসেন্জারে
বান্ধবীকে বললাম তোর কি খবর রে;
সে বললো ভাল নয় দোস্ত
মনটা খারাপ বড়ই মস্ত;
তো কি কারণটা জানতে পারি?
বলছি একটু কর দেরি;
অনেক সুন্দর করে আমের আচার
বানিয়ে তা উপযুক্ত করে খাবার;
যখন দিলাম মুখে আচার
সে কি? জানিস হয়েছে যা হবার???
চিনি না দিয়ে ভুলে লবণ ব্যবহার!
যাকে বলে ” লবণাচার”
আমি তখন বাহ- বা দিয়ে
হাসিটা বেশ জমিয়ে;
বললাম বেশ দারুন ” লবণাচার”
তা কি- কি করেছিস ব্যবহার;?
বলে সে দেখ দিবি না খোঁচা
না- না রে ভাবিস না পঁচা;
তোর নতুন সৃষ্টি
হবে লবণেরও মিষ্টি;
আম- লবণ দিয়ে
মরিচ আর আদারস গুলিয়ে;
পিঁয়াজ- রসুন- হলুদ- জিরা
মুড়ি- মুড়কি- চিড়া;
দুই সের আমে তিন সের মসল্লা
গুটি- কয়েক তিতা করল্লা;
ঢাক-ঢোল পুরো মহল্লা
উঁচিয়ে বড় গলা;
আমি না হয় ” লবণাচার” এর প্রচার
সরাসরি করব সম্প্রচার;
রেগেমেগে বান্ধবী আমার
রাখ তোর ” লবণাচার”!
তুই কথাই বলবি না আর
মস্করা করিস আমার;?
হেসে- হেসে বলি বেশ তোর ” লবণাচার”
দেখ এবার মজা ছড়ার;
আমার ছড়া – তোর ” লবণাচার”
করবে টিভি সম্প্রচার!

১৩/৫/২০১৮ ইংরেজী

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

দুই দিকপাল রবীন্দ্র-নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত-নৃত্য ও আবৃত্তি পরিবেশন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম থেকে : দুই দিকপাল রবীন্দ্র-নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ...