১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৮
Home / বিনোদন / সাহিত্যধর্মী সিনেমায় অভিনয় করতে ইচ্ছে করে -মুনমুন

সাহিত্যধর্মী সিনেমায় অভিনয় করতে ইচ্ছে করে -মুনমুন

২০০০ সালের কথা। সেই সময় সিনেমায় কাজ করা নিয়ে তুমুল ব্যস্ত চিত্রনায়িকা মুনমুন। বাণিজ্যিক সিনেমায় কাজ করা নিয়ে মুনমুন তখন ব্যস্ত থাকলেও তার ইচ্ছা ছিল সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করার। সেই সময় সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করার সুযোগ না থাকলেও সাহিত্য নির্ভর একটি কাহিনীচিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কাজী শাহেদ আলী’র ছোটগল্প ‘ফসল তোলার কাহিনী’ অবলম্বনে বিবেশ রায় নির্মাণ করেন কাহিনীচিত্র ‘ধানের কাব্য’। সুনামগঞ্জ জেলার মধ্যনগর বাজারের আশেপাশে এই কাহিনী চিত্রের শূটিং হয়েছিল। এই গল্প নিয়ে জহির রায়হানের সিনেমা নির্মাণেরও কথা ছিল। এর কাহিনী এবং নির্মাণের নেপথ্য গল্প শুনে মুনমুন এই কাহিনীচিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ব্যস্ততার ফাঁকে শুধুমাত্র ‘ধানের কাব্য’তে অভিনয়েল জন্য মধ্যনগর গিয়েছিলেন। কাহিনীচিত্রটি নির্মাণের পর দেশে বিদেশে বেশ প্রশংসিত হয়। মুনমুনও ব্যতিক্রমধর্মী এই কাহিনীচিত্রে একজন সাধারণ গ্রাম্য বধূ’র চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন। মুনমুন বলেন, ‘দীর্ঘদিনের সিনেমার পথ চলায় অনেক ধরনের গল্পেই অভিনয় করেছি।

কিন্তু ধানের কাব্য’র মতো সাহিত্যধর্মী সিনেমায় আমার কাজ করা আর হয়ে উঠেনি। এর নির্মাতা বিবেশ দাদার সঙ্গে পরবর্তীতে যোগাযোগও হয়েছিল এ ধরনের কাজ করার। কিন্তু দাদাও আর এই ধরনের সাহিত্যধর্মী কাজ করেননি, আমারও করা হয়ে উঠেনি। তবে এই ধরনের সাহিত্যধর্মী কাজ করতে ভীষণ ইচ্ছে করে। আমি যে একজন সত্যিকারের অর্থেই অভিনয়প্রেমী শিল্পী তা এই ধরনের কাজ করলেই দর্শক তা অনুধাবন করতে পারবেন।’ এদিকে আজ মুনমুনের জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে মুনমুন বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমার পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’ মুনমুন এরইমধ্যে শেষ করেছেন মিজানুর রহমানের ‘রাগী’ সিনেমার কাজ। এই সিনেমায় তিনি মহারানী ভিক্টোরিয়া চরিত্রে অভিনয় করেছেন। মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেঘকন্যা’। সর্বশেষ দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে ৭১’ এবং ড্যানি সিডাকের ‘কাসার থালায় রূপালী চাঁদ’ সিনেমাতেও অভিনয় করেছেন মুনমুন। দুটিই সরকারী অনুদানের সিনেমা। ১৯৯৭ সালে এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম অভিনয় করলেও পর্দায় তার অভিষেক হয় জীবন রহমান পরিচালিত ‘আজকের সন্ত্রাসী’ সিনেমার মধ্যদিয়ে। এখন পর্যন্ত মুনমুন নব্বইটিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘জবার খোঁজে’ দীপ্ত টিভি

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জবা’। ধারাবাহিকটির প্রধান চরিত্র ...