১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১:৪৮
Home / সারাদেশ / বরিশাল বিভাগ / ভোলায় সংখ্যা লঘুর বসত বাড়ি হামলার মিথ্যা অভিযোগে এলাকায় তোলপার

ভোলায় সংখ্যা লঘুর বসত বাড়ি হামলার মিথ্যা অভিযোগে এলাকায় তোলপার

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলা মধ্য চরনোয়াবাদ ৪নং ওয়ার্ডের বিরোধীয় জমি নিয়ে হিন্দু পরিবারের উপর হামলা ও ভাঙ্গচুরের মিথ্যা অভিযোগে তোলপাড় সোশাল মিডিয়া গুলতে। অনুসন্ধানে জানাযায়, এলাকাটির বাসিন্দা সাদু চন্দ্র তালুকদার মৃত্যুর পূর্বে অার্থীক অবনতিতে পৈত্রিক সম্পত্তির ১০০ শতাংশ জমি বিক্রি করে দেয়। বাবার মৃত্যুর পর ছেলে রনজিৎ তালুকদার বাবার বিক্রিকৃত সম্পত্তি অনৈতিক ভাবে ফিরে পেতে ক্রেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা মোকদ্দমা শুরু করে দেয়। এ বিষয় অতিষ্ঠ হয়ে ক্রেতারা স্থানীয় কাউন্সিলরের শরণাপন্ন হয় এবং একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা চালায়। বিষয়টি ভালো লাগেনি রনজিতের। শুরুকরে সংখ্যালঘুর ব্যানারে নীল নকশা। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষকে কোনঠাসা করতে মিথ্যা অপপ্রচারে লিপ্তহয় এবং গত ৩’রা জানুয়ারী শুক্রবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে স্থানীয় কাউন্সিলর শওকত হোসেন এবং ব্যবসায়ী সোহেল তালুকদার কতৃক হামলা ভাঙ্গচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগ করেন। অভিযোগের সত্যতা প্রকাশে গণমাধ্যম কর্মীরা সরেজমিন অনুসন্ধান চালালে বেড়িয়ে আসে অজানা সব তথ্য। সরেজমিন অনুসন্ধান কালে গনমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে রনজিৎ আস্থে করে গাঁঠাকা দেয়। হামলা ও ভাঙ্গচুরের দৃশ্যত কিছুই খুজে পাওয়া যায়নি। এলাকাটির সাধারন জনগন গণমাধ্যম কর্মীদের জানান,এধরনের কোন হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেনি। এব্যপারে কাউন্সিলর শওকত হোসেন ব্যবসায়ী সোহেল তালুকদার রনজিতের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে সাব জানান।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

৩০তম জন্ম দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছাত্রলীগ নেতা ও শিক্ষাবিদ আবদুল্লাহ আল নোমান

মোঃ সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি!! আজ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা ...