৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৮
Home / শিক্ষা / টঙ্গীতে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মুজাহিদুল ইসলামঃ টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শহীদ আহসান উল্লাহ্‌ মাষ্টার মিলনায়তনে গত শুক্রবার টঙ্গী ও গাজীপুরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী ভূমি কমিশনার কে এম গোলাম মোরশেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র শিক্ষক ও বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক প্রদীপ অধিকারী, তামিরুল মিল্লাত মাদ্রাসার সিনিয়র শিক্ষক প্রভাষক আবুল হাসান মোঃ ইব্রাহীম, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবার শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষিকা জাহান আরা বেগম, সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ, সুরুজ্জামান, চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন, আশরাফ আলী, আবু বকর সিদ্দিক প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় প্রথম, টংগীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা দ্বিতীয় ও টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের প্রথম সপ্তাহে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ...