১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪২
Home / সারাদেশ / গাজীপুর মহানগর লকডাউন ঘোষণা

গাজীপুর মহানগর লকডাউন ঘোষণা

মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড লকডাউনের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া নগরের দুটি মহাসড়কে দশটি চেকপোস্ট বসানো হয়েছে।
সারাদেশে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই লক ডাউনের ঘোষণা দেওয়া হয়।
সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনা ভাইরাস এর বিস্তার ঠেকাতে ও সংক্রমণ থেকে মহানগরে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে
এই লকডাউন করতে হয়েছে। লকডাউনের এই সময়ে কোন ওয়ার্ডে জনসমাবেশ চলবে না এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
এছাড়াও মহানগরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবার যানবাহন ছাড়া গাজীপুর থেকে কোনো যানবাহন যাতে রাজধানীতে ঢুকতে না পারে এবং অন্য কোন জেলা থেকেও গাজীপুরে ঢুকতে না পারে সেজন্য এসব পয়েন্টে তল্লাশি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...