১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৮:০০
Home / স্বাস্থ্য / করোনা ধরা পড়লো একজনের, পরিবারের ২২ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠালো পুলিশ

করোনা ধরা পড়লো একজনের, পরিবারের ২২ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠালো পুলিশ

সমরেশ রায় (কলকাতা প্রতিনিধি)
কলকাতার লিলুয়া হাওড়া মিলনী চকপাড়ায় করোনা আক্রান্ত একজন ধরা পড়লে ঐ আক্রান্ত ব্যক্তির পরিবারের ২২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ।

খবর নিয়ে জানা যায়, লিলুয়া আনন্দ নগর পঞ্চায়েত এলাকায় মিলনী চকপাড়ার বাসিন্দা পটল, ( এলাকাতে এই নামেই সে সর্বাধিক পরিচিত) চারদিন আগে জ্বর নিয়ে সত্য বালা আইডি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে গোলাবাড়ি থানার অধীনে একটি নার্সিংহোমে পাঠিয়ে দেয়া হয়।
সেখানে পরীক্ষাতে করোনা পজেটিভ ধরা পড়ে তার, সাথে সাথে পুলিশও মেডিক্যাল টিম নিয়ে ঐ এলাকায় পৌঁছে (পটলের) পরিবারের বাকি ২২ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠায়।

পরিবারের কিছু সদস্যদের নাম জানা যায়, রাইমা দে, অনুপম দে, শিপ্রা দে, আকাশ দে, লতা, কাকলি, সাগর, নন্দীনি, অর্পিতা ও শান্তি।

এই ঘটনায় উক্ত এলাকাতে উত্তেজনা ছড়ায় এবং এলাকাবাসী আতংকিত বলে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য ওবায়দুল কাদের এমপি’র আইসিইউ-ভেন্টিলেটর উপহার

মোঃ নোমান শিবলু, (ব্যুরো চিফ, চট্টগ্রাম বিভাগ)!! করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড ...