১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৫
Home / আন্তর্জাতিক / মহামারী করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লাখ ছাড়ালো

মহামারী করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লাখ ছাড়ালো

পর্দার আড়ালে ২৪.কম নিউজ ডেস্কঃ
বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৮ লাখ।

বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারী এই ভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫১ হাজার ১১ জনে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ লাখ ২২ হাজার ৫৬৬ জন এবং প্রাণ হারিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৮ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৬২১ জন এবং মারা গেছে ৩৪ জন মানুষ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫ লাখ ৫৯ হাজার ৯৬৮, মৃত ২২ হাজার ৩৬ জন।

স্পেনে আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৮৩১, মৃত ১৭ হাজার ২০৯ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৬৩, মৃত ১৯ হাজার ৮৯৯ জন।

ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৫৯১, মৃত ১৪ হাজার ৩৯৩। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৮৫৪, মৃত ৩ হাজার ২২ জন।

ব্রিটিশ সাম্রাজ্য যুক্তরাজ্যে আক্রান্ত ৮৪ হাজার ২৭৯, মৃত ১০ হাজার ৬১২। করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত ৮২ হাজার ৫২ জন, মৃত ৩ হাজার ৩৩৯।

ইরানে আক্রান্ত ৭১ হাজার ৬৮৬, মৃত ৪ হাজার ৪৭৪। বেলজিয়ামে আক্রান্ত ২৯ হাজার ৬৪৭, মৃত ৩ হাজার ৬০০ জন।

তুরস্কে আক্রান্ত ৫৬ হাজার ৯৫৬, মৃত ১ হাজার ১৯৮ জন। নেদারল্যান্ডসে আক্রান্ত ২৫ হাজার ৫৮৭, মৃত ২ হাজার ৭৩৭ জন এবং সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪১৫ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ১০৬ জন।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা ...