১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৩
Home / আন্তর্জাতিক / বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই

পর্দার আড়ালে ২৪.কম নিউজ ডেস্কঃ
বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর মধ্য চীনের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে মাত্র সাড়ে তিনমাসের ব্যবধানে প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখের আশেপাশে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জন, প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে বিশ্বে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৪ জন।

প্রাণঘাতী করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জন, মৃত ৪৬ জন।

স্পেনে আক্রান্ত ১ লাখ ৭৪ হাজার ৬০ জন, মৃত ১৮ হাজার ২৫৫ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৪৮৮, মৃত ২১ হাজার ৬৭ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৩০৩, মৃত ১৫ হাজার ৭২৯ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ২১০ জন এবং মৃত ৩ হাজার ৪৯৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৯৩ হাজার ৮৭৩ জন, মৃত ১২ হাজার ১০৭ জন।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্ত ৮২ হাজার ২৯৫, মৃত ৩ হাজার ৩৪২ জন। ইরানে আক্রান্ত ৭৪ হাজার ৮৭৭, মৃত ৪ হাজার ৬৮৩ জন। তুরস্কে আক্রান্ত ৬৫ হাজার ১১১ জন, মৃত ১ হাজার ৪০৩ জন।

বেলজিয়ামে আক্রান্ত ৩১ হাজার ১১৯, মৃত ৪ হাজার ১৫৭। নেদারল্যান্ডসে আক্রান্ত ২৭ হাজার ৪১৯, মৃত ২ হাজার ৯৪৫। কানাডায় আক্রান্ত ২৭ হাজার ৬৩ জন, মৃত ৯০৩।
সুইজারল্যান্ডে আক্রান্ত ২৫ হাজার ৯৩৬, মৃত ১ হাজার ১৭৪ জন এবং ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৬২, মৃতের সংখ্যা ১ হাজার ৫৩২ জন।

এছাড়াও রাশিয়া, পর্তুগাল, অষ্ট্রিয়া, ইসরায়েল, ভারত, আয়ারল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া, পেরু, পাকিস্তান, সৌদি আরব, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ডেনমার্ক, রোমানিয়া, নরওয়ে, জাপান, চিলি, ইকুয়েডর, মেক্সিকো, মালয়েশিয়া, পানামা, দুবাই, সার্বিয়া এবং কাতারে প্রতিনিয়তই করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা ...