৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৯:২৫
Home / জনদূর্ভোগ / আই,সি,ডি,এস এর খাদ্যসামগ্রী নিয়ে মথুরাপুরের তেঁতুল তলায় গ্রামবাসীদের বিক্ষোভ

আই,সি,ডি,এস এর খাদ্যসামগ্রী নিয়ে মথুরাপুরের তেঁতুল তলায় গ্রামবাসীদের বিক্ষোভ

সমরেশ রায় (কলকাতা, ভারত প্রতিনিধি)
দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের তেঁতুল তলায় গ্রামের মানুষ বিক্ষোভ দেখালেন আই,সি ডি,এস এর খাদ্য সামগ্রী নিয়ে।
আই,সি,ডি,এস এর খাবার না দেওয়ায় বিক্ষোভ করেন এবং তারা দিদিমণি কে বেশ কিছুক্ষন ঘেরাও করে রাখেন। কিছুক্ষন পরে দেবীপুর গ্রামের প্রধান সণকা মণ্ডল ও মথুরাপুর থানার পুলিশ আসার পর কিছুটা বিক্ষোভ কমলেও বেশ কিছুক্ষণ চলতে থাকে। জানা যায়, আই,সি,ডি,এস এর চাল ও আলুকে কেন্দ্র করে বিক্ষোভ করেন স্থানীয় গ্রামবাসী। কিছুক্ষন বাদে যখন মথুরাপুর সুসংহত বিকাশ কেন্দ্রের সুপারভাইজার জানান, আগের মাসে চাল বন্টন নিয়ে একটা সমস্যা হয়েছে, নাম বিজয়া দাস, একশ সাত নং কেন্দ্রের দিদিমণি কে সমস্ত খাদ্য দ্রব্য পাঠাতে বলা হয়েছিল, কেন এখনও দেন না কিছুক্ষণ বাদে চাল ও আলুর সমস্যা মিটে গেলেও গ্রামবাসীরা দেখেন আই,সি,ডি,এস এর রুমে প্রচুর তৈল সয়াবিন ও আরো জিনিস মজুত আছে এবং কেনো সেই গুলিও দেওয়া হবেনা এই বিষয় নিয়ে আই,সি,ডি,এস দিদিমণি ও করনিক চামেলী ও অরচণা জানান, এটা দেওয়ার অনুমতি নাই আমাদের। এর পর প্রশাসন তদন্ত করে দেখবেন বলে জানান।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

One comment

  1. Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হোসন্দী এস ডি খান সড়ক তো নয় যেন ধুলির রাজ্য

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জামালদী টু হোসেন্দী বাজার এস ডি খান সড়ক ...