১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৯
Home / স্বাস্থ্য / কোম্পানীগঞ্জে দাফন করা নারীর করোনা শনাক্ত, দুজনের নমুনা সংগ্রহ

কোম্পানীগঞ্জে দাফন করা নারীর করোনা শনাক্ত, দুজনের নমুনা সংগ্রহ

মোঃ নোমান শিবলু (কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি)
চট্টগ্রামে মারা যাওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক নারীর করোনা পজিটিভ এসেছে। মৃত নারীর পরিবারের আরও দুই সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে । তার গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বৃহস্পতিবার বাড়িটি লকডাউন ঘোষণা করেন।

মৃত মেয়েটি উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডুবাই মসজিদ এলাকার মনাগো বাড়ির শাহাব উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা বলছে, ডুবাই মসজিদ এলাকার ৩০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েটিকে গত (১৪) এপ্রিল বুধবার চট্টগ্রাম থেকে তার লাশ বাড়িতে আনা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম বলেন, মৃত ওই নারীর করোনা শনাক্তের বিষয়টি তিনি চট্টগ্রাম সিভিল সার্জন থেকে নিশ্চিত হয়েছেন। তার সংস্পর্শে আসা তার বাবা শাহাব উদ্দিন ও ভাই মহসিনের শরীর থেকে বৃহস্পতিবার দুপুরে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের বাড়িটি লকডাউন ঘোষণা করে প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। তার পরিবারের দুইজনের নমুনা সংগ্রহ ও পরিবারের সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য ওবায়দুল কাদের এমপি’র আইসিইউ-ভেন্টিলেটর উপহার

মোঃ নোমান শিবলু, (ব্যুরো চিফ, চট্টগ্রাম বিভাগ)!! করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড ...