১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১১:৩২
Home / জাতীয় / দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৪৯৭ জন

দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৪৯৭ জন

নিজস্ব প্রতিনিধি!!
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) দেশে নতুন করে আরও ৪৯৭ জন আক্রান্ত হয়েছেন এবং নতুন করে আরও ৭জন প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৭) এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক অনলাইন প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন এবং এনিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৯১৩ জনে।
গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনায় আরও ৭জন প্রাণ হারিয়েছেন এবং এনিয়ে দেশে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫২ জনে এবং দেশে করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৩১ জন মানুষ।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনায় বিশ্বজুড়ে এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৬ হাজার ২৩২ জন, সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ২৩৮ জন এবং বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ২ লাখ ৭ হাজার ২৬৫ জন।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এজন্য সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার ...