১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩১
Home / সারাদেশ / গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডে মশা মুক্ত করণে কাউন্সিলর এর উদ্যোগ গ্রহন

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডে মশা মুক্ত করণে কাউন্সিলর এর উদ্যোগ গ্রহন

আবুল বাশার পলাশ!!
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহ্ আলম রিপন তার এলাকা মশা মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহন করেন। গত ০৫/০৫/২০২০ মঙ্গলবার সন্ধ্যায় দেখা যায়, ওয়ার্ডের প্রতিটি অলি গলিতে ফগার মেশিন নিজেই কাঁদে বহন করে ঔষধ ছিটাতে শুরু করেন। এ সময় ওয়ার্ডের প্রায় প্রতিটি গলিতেই মশার ঔষধ ছিটানো হয়।

এসময় কাউন্সিলর শাহ্‌ আলম রিপন পর্দার আড়ালে ২৪.কম প্রতিনিধিকে বলেন, এই করোনা পরিস্থিতিতে সময় দিতে গিয়ে মশা নিধন এর ঔষধ ছিটানোতে কিছুটা বিলম্ব হয়েছে। করোনার পরে ডেঙ্গুর উপদ্রব বাড়তে পারে। আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, এলাকার জনগনের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাই আমার ওয়ার্ড বাসিকে ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্য ওয়ার্ডের বিভিন্ন অলি গলিতে যেখানে মশার উৎপত্তি হতে পারে সেই সকল জায়গায় প্রথমিক ভাবে ঔষধ ছিটানো শুরু করেছি।

তিনি আরো বলেন, বর্তমান ঔষধের অনেকটা ঘাটতি রয়েছে। তাই পর্যাপ্ত পরিমান ঔষধ সাপ্লাইয়ের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।এবং মশা মুক্ত ওয়ার্ড উপহার দিতে চান ৪৫ ওয়ার্ডবাসিকে। এসময় এলাকার গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...