১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫১
Home / সারাদেশ / নান্দাইলের মেয়রের বিরুদ্ধে ৯ কাউন্সিলরের সাংবাদ সম্মেলন

নান্দাইলের মেয়রের বিরুদ্ধে ৯ কাউন্সিলরের সাংবাদ সম্মেলন

আবুল বাশার পলাশ!!
ময়মনসিংহের নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন পৌরসভার নয় কাউন্সিলর। করোনা দুর্যোগকালে পাওয়া সরকারি অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ এবং পৌরসভার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত সোমবার পৌর সদরে এক সংবাদ সম্মেলন করে তারা এই অনাস্থা জানান। পৌরসভার বর্তমান তিন প্যানেল মেয়র ও ছয় কাউন্সিলর সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অভিযোগ করে বলেন, মেয়র রফিক পৌরসভার উন্নয়নে এডিপি, নগর উন্নয়ন প্রকল্প ও জাইকা প্রকল্পের কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নির্বাচিত কাউন্সিলরদের বাদ দিয়ে এককভাবে পৌরসভার কার্যক্রম পরিচালনার অভিযোগ করেন তারা।

কাউন্সিলররা আরও অভিযোগ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও চলমান করোনা সঙ্কট মোকাবেলায় স্থানীয় সরকার ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা অনুদান কাউন্সিলরদেরকে না জানিয়ে নামমাত্র কিছু কাজ করে বাকিটা আত্মসাতের পাঁয়তারা করছেন মেয়র। তাই তিনি কাউন্সিলরদেরকে কোনো ধরনের সঠিক হিসেব দিতে রাজি নন। এছাড়া মেয়র নিজে এবং তার ভাই, ভাতিজা ও ছেলের মাধ্যমে পৌরসভার সকল টেন্ডার নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন বলে কাউন্সিলররা দাবি করেন। পৌরসভার প্যানেল মেয়র রেজাউল করিম ভুইয়া রিপন ও শাহ আলম হেলিম মাহিন জানান, মেয়র পৌরসভার হাটবাজার ও বাসাবাড়ি ট্যাক্স ও যান্ত্রিক রোলার থেকে প্রাপ্ত আয়ের কোনো হিসাব-নিকাশ সুষ্ঠভাবে সংরক্ষণ করেন না। গত চার বছর তিনি সরকারি বিধি অনুযায়ী কোনো বাজেট ঘোষণা করেননি। এছাড়া জাইকা প্রকল্প থেকে দেয়া জিপ গাড়ি ও পৌরসভার মোটরসাইকেল তার পরিবারের লোকজন ব্যবসায়িক ও ভ্রমণের কাজে ব্যবহার করছেন বলে তার উল্লেখ করেন। ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে পৌরসভার দায়িত্ব থেকে ইতঃপূর্বে তাকে বহিষ্কার করা হয়েছিল বলে তারা জানান। এসব অভিযোগে তার প্রতি অনাস্থা এনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে এই অনুলিপি প্রেরন করেছেন কাউন্সলররা।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...