১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১:৩৭
Home / স্বাস্থ্য / কোম্পানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী জনতা ব্যাংকের সিকিউরিটি গার্ড আবদুল মান্নান

কোম্পানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী জনতা ব্যাংকের সিকিউরিটি গার্ড আবদুল মান্নান

মোঃ নোমান শিবলু, নোয়াখালী প্রতিনিধি!!
নোয়াখালী কোম্পানীগঞ্জের জনতা ব্যাংক বসুরহাট শাখার সিকিউরিটি গার্ড আব্দুল মান্নান (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন।

তার বাড়ি বসুরহাট পৌরসভা (৮) নং ওয়ার্ডের মকবুল স্বর্ণকার বাড়ি। রোববার (১০) মে দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম।

তিনি আরও জানান, গত (৪) মে ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় সিকিউরিটি গার্ডের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

গতকাল রাত ১২টার দিকে এ রিপোর্ট পাওয়া যায়। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন বাড়ি লকডাউন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি নোয়াখালী ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।

তার পরিবারের সদস্যদের বাড়িতে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য ওবায়দুল কাদের এমপি’র আইসিইউ-ভেন্টিলেটর উপহার

মোঃ নোমান শিবলু, (ব্যুরো চিফ, চট্টগ্রাম বিভাগ)!! করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড ...