১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৯:৩২
Home / স্বাস্থ্য / “ভোলাতে নতুন করে মিলেছে করোনা রোগীর সন্ধান “

“ভোলাতে নতুন করে মিলেছে করোনা রোগীর সন্ধান “

শাওন মৃধা, ব্যুরো চিফ (বরিশাল)!!
ভোলার ৩ উপজেলায় আরো ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত। ভোলায় হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানসহ নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত। উপজেলাগুলো হল যথারীতি দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১ জন করে। তাদের বিবরণ দেওয়া হলো দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ল্যাব টেকনিশিয়ান কামরুজ্জামান মজনু (৪২) করোনা ভাইরাস পজেটিভ। লালমোহনে (২২) বছর বয়সী এক নারীর করোনা ভাইরাস শনাক্ত এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের (২০) বছরের এক যুবক।

রোববার রাত ৮টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এযাবত ভোলা থেকে ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। যার মধ্যে ৪৬০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের পজিটিভ আসে। নতুন করে যেসব বাড়িতে করোনা রোগীর সন্ধান পাওয়া যায় সেইসব বাড়ি প্রশাসন (১৫) দিনের জন্য লকডাউন করে দেন। আসে পাশের মানুষকে সাবধানে চলাচল করতে বলেন, সরকারি বাদা নিষেধ মেনে চলার আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য ওবায়দুল কাদের এমপি’র আইসিইউ-ভেন্টিলেটর উপহার

মোঃ নোমান শিবলু, (ব্যুরো চিফ, চট্টগ্রাম বিভাগ)!! করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড ...