১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ২:০৮
Home / লাইফস্টাইল / করোনায় মারা গেলেন কিসিং বাবা, বিপদে বাবার ভক্তরা

করোনায় মারা গেলেন কিসিং বাবা, বিপদে বাবার ভক্তরা

পর্দার আড়ালে ২৪.কম নিউজ ডেস্ক!!
কিসিং বাবা, নাম শুনলেই বোঝা যায় বাবা ঠিক কীভাবে সমস্যার সমাধান করে দিতেন। হ্যাঁ, আপনাদের ধারণা একেবারেই ঠিক। এই বাবাই চুমু খেয়ে ভক্তদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবেন বলেছিলেন। রক্ষা করতে পারলেন না নিজেকেই। কিসিং বাবার মৃত্যু হল করোনায়।

ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলা নয়াপুরা এলাকায় ডেরা ছিল বাবার। ভক্তদের ঢল নেমেছিল সেখানে গত কয়েকদিন ধরে। বাবা নাকি চুমু খেয়ে ভক্তদের করোনার হাত থেকে রক্ষা করবেন, কিন্তু বাবা নিজেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে বাবার ১৯ জন ভক্তের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, বাবা বলেছিলেন, তিনি যাকে চুমু খাবেন তার থেকে করোনা একশো হাত দূরে থাকবে। আর তাই গত কয়েকদিনে ভক্তদের দেদার চুমু খেয়েছেন তিনি। বাবার চুমু খাওয়ার ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। কিন্তু বাবারই শেষ রক্ষা হল না।

কিসিং বাবা মারা যাওয়ার পর তার ভক্তদের মধ্যে প্রবল আতংক ছড়িয়েছে।
এতদিনে ভক্তরা বুঝতে পেরেছেন, তার প্রতারণার শিকার হয়েছেন।

কিসিং বাবা কয়েকশো ভক্তের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে গেলেন।

রতলামের নোডাল অফিসার চিকিৎসক প্রমোদ প্রজাপতি জানিয়েছেন, (৪) জুন করোনায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছিল। এরপরই তার সংস্পর্শে আসা অনেকের করোনা টেস্ট হয়। ১৯ জনের শরীরে করোনার জীবাণুর উপস্থিতি রয়েছে।

কিসিং বাবা নিজেকে কবিরাজ বলেও দাবি করতেন। তার চুম্বনে নাকি অনেক রোগ এমনিই সেরে যায়, ভক্তরাও সেসবে বিশ্বাস করে তার কাছে ভিড় জমাতেন।
বাবা মারা যাওয়ার পর তার সংস্পর্শে আসা মোট ৪০ জনকে খুঁজে বের করে স্বাস্থ্য দফতরের কর্মীরা। তার মধ্যে ১৯ জনের শরীরে করোনা ধরা পড়ে। এর মধ্যে সাতজন আবার বাবার পরিবারের সদস্য।

বাবার সংস্পর্শে আসা বাকিদেরও কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ওজন কমাতে ও চোখ ভালো রাখতে মিষ্টি কুমড়া

গুণের বাহারে মিষ্টি কুমড়া অন্য যেকোনো সবজির থেকে আলাদা। ত্বক-চুলের উন্নতি থেকে ...