১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩০
Home / অন্যান্য / টঙ্গীতে কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

টঙ্গীতে কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

টঙ্গী প্রতিনিধি!!
মুজিব শতবর্ষ উপলক্ষে গাছ লাগান, জীবন বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে জনপ্রতি ৩টি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই আহবানে সাড়া দিয়ে গতকাল সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু।

উদ্বোধনকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সাথে নিয়ে ১০০টি ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন তিনি। এসময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলুর রশীদ, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গ্রাম আওয়ামীলীগের (সৈলারগাতী) সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, মিজানুর রহমান রিংকু, কামরুল ইসলাম অভি, শ্রবণ আহমেদ সুমন, এ আর রায়হান আহমেদ প্রান্ত প্রমূখ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির ব্যাপারে কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিব শতবর্ষ) উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহ্সান রাসেল এম.পির নির্দেশনায় আজ ১০০টি বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করিলাম। এরই ধারাবাহিকায় আমরা মাসব্যাপী এ ওয়ার্ডে সেসব খালি জায়গা রয়েছে, সেখানে আমরা এ বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখবো।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাবা হওয়া নিয়ে লুকোচুরির কারন বল্লেন : নাসরি

অনলাইন ডেস্ক ছবি : নাসির হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেইজ ক্রিকেটার নাসির হোসেনের ...