৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩১
Home / রাজনীতি / রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে সরকার ব্যর্থ: ফখরুল

রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে সরকার ব্যর্থ: ফখরুল

ডেস্ক রিপোর্ট : দুর্বল পররাষ্ট্রনীতির করণে রোহিঙ্গাদের এখনো মিয়ানমার ফেরত পাঠাতে এ সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০২ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিং তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত রোহিঙ্গাদের বিষয়ে বর্তমান সরকার কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কারণ হচ্ছে, তাদের চরম ব্যর্থতা। তাদের চরম বন্ধু দেশগুলোকে তাদের পক্ষে নিয়ে আসার ক্ষেত্রে।

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বিদেশে যেতে চান; সেটা যদি তার পরিবার বা দলের পক্ষ থেকে সরকারের কাছে বলে; সরকার যদি দেয় তাহলে যেতে পারবে।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢাকা জেলা আ. লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে ...