৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৮
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / বাস পোড়ানোর ঘটনায় দলীয় পরিচয় পাওয়া গেছে: ডিএমপি

বাস পোড়ানোর ঘটনায় দলীয় পরিচয় পাওয়া গেছে: ডিএমপি

অনলাইন ডেস্ক : শনিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপির কার্যালয়ে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের তদন্তে অধিকাংশ ক্ষেত্রেই দলীয় পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি । এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি বাড়ানো হয়েছে। সাংবাদিকদের এ কথা জানান উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। এদিকে বৃহস্পতিবারের ঘটনায় পল্টন থানায় আরো একটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ১৪টিতে। ডিএমপি কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ‘তারা কি কারণে এ ঘটনা ঘটালেন বা তাদের উদ্দেশ্য কি ছিল এগুলো আমরা জানার চেষ্টা করব। এবং একইসাথে তাদের সহযোগী কারা ছিল তারা কাদের নির্দেশনায় এ কাজগুলো করেছে সে বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা সতর্কতা হিসেবে পুলিশের টহল, চেকপোষ্ট এগুলো বৃদ্ধির পাশাপাশি আমাদের গোয়েন্দা বৃদ্ধি করব।’ এর আগে, রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেনসহ ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে ১৩টি মামলা করেছে পুলিশ। মামলাগুলোতে গ্রেফতার হওয়া ৪১ জনের মধ্যে ৩২ জনকে রিমান্ড দিয়েছেন আদালত। ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীজুড়ে নাশকতার ঘটনায় ভাড়াটে অপরাধীরা অংশ নেয়। তাদের উদ্দেশ্য ছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি করা। ডিএমপি জানিয়েছে, ঘটনাস্থলের ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের বেশিরভাগকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে পরিচালক উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন সময় সংবাদকে বলেন, নাশকতায় ভাড়াটে অপরাধীরা অংশ নেয়। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বাস পোড়ানো হয়।  রাজনৈতিক পরিচয়ধারী অনেক আসামি রয়েছেন যারা আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কালাইয়ে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ...