১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:২১
Home / অপরাধ / পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ,থানায় অভিযোগ ।। অভিযোগের সত্যতা প্রমানের পর হামলাকারীকে গ্রেপ্তার করেও অদৃশ্য কারণে ছেড়ে দিল এস আই চুন্নু

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ,থানায় অভিযোগ ।। অভিযোগের সত্যতা প্রমানের পর হামলাকারীকে গ্রেপ্তার করেও অদৃশ্য কারণে ছেড়ে দিল এস আই চুন্নু

স্টাফ রিপোর্টার : গত ৩ এপ্রিল  দুপুর আনুমানিক ১২ টায় প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন পূর্বক প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সোহাগ খান ও ফটো সাংবাদিক মো. দেলোয়ার হোসেন রানা ঢাকা জেলাধীন কেরাণীগঞ্জ মডেল থানার রায়তা গ্রামে গেলে সেখানে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে তাদের কাছে থাকা একটি ক্যামেরা ছিনিয়ে নেয় । উক্ত ঘটনা দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি থানায় গিয়ে অভিযোগ করলে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন । থানায় গিয়ে অভিযোগ করার পর অফিসার ইনচার্জ কলাতিয়া ফাড়িঁ ইনচার্জ মুন্সি আশিকুর রহমানের নিকট পাঠান । সাংবাদিকগণ কলাতিয়া ফাড়িতে গেলে ফাড়িঁ ইনচার্জ মুন্সি আশিকুর রহমানের নির্দেশে এসআই চুন্নু সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা প্রমানিত হলে হামলাকারীদের মধ্যে যিনি ক্যামেরা ছিনিয়ে নিয়েছেন তাকে শনাক্ত করলে পুলিশ সে হামলাকারীকে গ্রেপ্তার করে নিয়ে গাড়িতে তোলার পর সাংবাদিকগণ ছবি তুলে চলে আসেন। উল্লেখ্য যে, সন্ত্রাসী হামলার দৃশ্য ভিডিও করা আছে । পরবর্তীতে থানায় য়োগাযোগ করা হলে কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জানান গ্রেপ্তারকৃত হামলাকারীকে এসআই চুন্নু ছেড়ে দিয়েছে। হাতেনাতে গ্রেপ্তারের পর কেন ছেড়ে দেয়া হলো তা জানতে চাইলে অফিসার ইনচার্জ সাংবাদিকগণের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর পত্রিকার সম্পাদক অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন দিলেও তিনি আর উক্ত ফোন রিসিভ কেেরন নাই ।

পোস্টটি শেয়ার করুন
Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিমানের সিটের নিচে মিললো দেড় কোটি টাকার স্বর্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের দুটি সিটের নিচ থেকে ১৬টি ...